চাঁচল

টোটো উল্টে দুর্ঘটনা! আহত চালক সহ তিন যাত্রী

 

সোমবার ঘটনাটি ঘটে চাঁচলের কলিগ্রাম নিমতলা সংলগ্ন চাঁচল আশাপুর রাজ্য সড়কে। দুর্ঘটনায় টোটো চালক সহ তিনজন বয়স্ক যাত্রী জখম হন।

    স্থানীয়রা জানান, আশাপুর থেকে চাঁচলের অভিমুখে ছিল যাত্রী ভর্তি টোটোটি। গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বরাত জোরে রক্ষা পেয়েছেন তারা। টোটোতে কোনও শিশু থাকলে মর্মান্তিক ঘটনা ঘটে যেত এমনটাই মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, প্রায় একবছর ধরে ওই রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে। এখনও কাজ শেষ করছেনা ঠিকাদাররা। যার কারণে নিমতলার রাস্তা বিপজ্জনক অবস্থায় রয়েছে। প্রায়শই টোটো উল্টে দুর্ঘটনা ঘটছে। এই ঘটনার পর অবিলম্বে সড়ক সম্প্রসারণের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।